Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের ৪টি আসনে মহাজোটের মনোনীত প্রার্থীদের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমর্থন

স্টাফ রিপোর্টার ॥ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গত বুধবার সন্ধ্যায় স্থানীয় আরডি হলে হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন-হবিগঞ্জ নজরুল একাডেমির সভানেত্রী কবি তাহমিনা বেগম গিনি, শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট হুমায়ুন কবির সৈকত, হবিগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ আবুল ফজল, সংস্কৃতিকর্মী মোঃ ফরিদ খান, কবি বাদল কৃষ্ণ বণিক, জীবন সংকেত নাট্যগোষ্ঠির সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়, কবিতা পরিষদের সংগঠক কবি আব্দুল্লাহ আবীর, কণ্ঠশিল্পী পিন্টু দেব, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন খান, সঙ্গীত শিল্পী সাজিদ পরদেশী, নাট্যকর্মী সৈয়দ রাশিদুল হক রুজেন, উদীচীর সংগঠক কবি অপু চৌধুরী ও খোয়াই থিয়েটারের প্রাক্তণ সাধারণ সম্পাদক পার্থ সারথি রায় প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জে সুস্থ সাংস্কৃতিক ও সামাজিক পরিবেশ গড়ে তোলার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে মহাজোট মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ আবু জাহির, এডভোকেট আব্দুল মজিদ খান, এডভোকেট মাহবুব আলী ও শাহ নেওয়াজ মিলাদ গাজীকে হবিগঞ্জ সম্মিলিত সাংস্কতিক জোটের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন জানানো হয়।
বক্তাগণ মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য উক্ত ৪টি আসনে মহাজোট মনোনিত ৪ জন প্রার্থীকে নৌক প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের সচেতন জনতার প্রতি উদাত্ত আহবান জানান।