Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদক সেবনের দায়ে ২ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের সাজা প্রদান

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে ২ ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত আটককৃত মাদক সেবীদের কারাদণ্ড প্রদান করেন। বুধবার বিকেলে ও সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ একদল সিপাহী সন্ধ্যায় গোপায়া বাজারের এক চা স্টল থেকে এবং বিকালে বাহুবল উপজেলার নন্দনপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
মাদক নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়, অভিযানকালে গোপায়া বাজারের ব্রীজের নিকট একটি চা-স্টল থেকে রাজা মিয়া (৩০) কে এবং বাহুবল উপজেলার নন্দনপুর বাজারের একটি চা স্টল থেকে মোঃ সাদ্দত আলীকে উল্লিখিত এলাকা থেকে গাঁজা সেবনের অভিযোগে গাজাসহ তাকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিসেট্রট জান্নাত আরা লিসা এর আদালতে বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের মৃত কুদরত আলীর পুত্র মোঃ সাদ্দত আলীকে হাজির করা হলে বিজ্ঞ আদালত সাদ্দত আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং অপর আসামীকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিসেট্রট রুমানা শারমিন বিথি এর আদালতে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রাঙ্গেরগাও গ্রামের সুন্দর আলীর পুত্র রাজা মিয়াকে হাজির করলে বিজ্ঞ আদালত আটককৃত আসামীকে মাদক সেবনের অভিযোগে ৭ দিনের বিশ্রাম কারাদণ্ড প্রদান করেন। পরে দন্ড-প্রাপ্ত আসামীদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।॥