Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে বিভেদ ভুলে ঐক্যেবদ্ধ আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ও আজমিরীগঞ্জ আসনে নৌকাকে পুনরায় বিজয়ী করতে ঐক্যেবদ্ধ হলেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার আমবাগান স্কুল মাঠে দলের বিশেষ কর্মীসভায় সব ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হন নেতারা। এ সময় নেতারা হাতে হাত ধরে নৌকা নৌকা শ্লোগানে সভাস্থল মুখরিত করে তুলেন। তখন উজ্জীবিত কর্মীসমর্থকরাও নেতাদের কন্ঠের সাথে তাল মিলিয়ে নৌকার শ্লোগানে সুর তুললে পুরো এলাকা কম্পিত হয়। কর্মীসভাটি শেষ পর্যন্ত জনসভায় রূপ পেতে দেখা গেছে। সভায় বক্তারা বলেন, এই আসনে নৌকা মার্কার হেরে যাওয়ার অতীত রেকর্ড নেই। নৌকাই মুল। নৌকাই প্রাণ। আওয়ামী লীগ নেতাকর্মীর ইস্পাত কঠিন ঐক্যেবদ্ধই নৌকার বিজয়। নেতাকর্মীদের এক বিন্দু রক্ত থাকতে নৌকাকে হেরে যেতে দেবেন না। হবিগঞ্জ-২ (বানিয়াচং ও আজমিরীগঞ্জ) আসনে টানা দুইবার এমপি নির্বাচিত হন জেলা আওয়ামী লীগ সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল মজিদ খান। তিনি এবারও দল থেকে চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন। স্থানীয় নেতারা জানান, মনোনয়ন চুড়ান্ত হওয়ার আগেসহ নানা কারণে দলের মধ্যে ফাটল ধরে। মজিদ খান পুনরায় নৌকার টিকেট পাওয়ার পরপরই দ্বিধাবিভক্ত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার জন্য প্রাণপণ চেষ্টা চালান। মনোনয়নবঞ্চিতসহ দ্বিধাবিভক্ত নেতারা ঐক্যের পক্ষে দ্রুত ইতিবাচক সাড়া দেন। গতকাল মঙ্গলবার বিশেষ কর্মীসভার মাধ্যমে ঐক্যে শক্তির জানান দেয়া হয়।
বানিয়াচং আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া যুগান্তরকে জানান, মনোনয়নবঞ্চিতসহ সব নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। পেছনের সব দু:খ-কষ্ট ঝেড়ে নৌকার প্রার্থীকে জয়ী করতে এখন সবাই একাট্টা।
বিশেষ কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন মাস্টার। উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ইকবাল হুসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সেক্রেটারি ও দলীয় প্রার্থী অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি।
এ সময় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক চৌধুরী, শেখ সামছুল হক, শ্রম বিষয়ক সম্পাদক সজীব আলী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সাবেক সভাপতি মো. শরীফ উল্লাহ, হবিগঞ্জ জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ূন কবির রেজা প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী এবং বর্তমান এবং সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।