Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে রোকেয়া দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জয়িতাকে সংবর্ধনা

চুনারুঘাট প্রতিনিধি ॥ “রঙ্গিন পৃথিবীর রঙ্গিন আলো-সকল নারী থাকুক ভালো” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামছুল হক, জাতীয় মহিলা সংস্থার তথ্যসেবা কর্মকর্তা সাদিয়া আক্তার, চুনারুঘাট ব্রাক নারী ক্ষমতায়ন কর্মসূচির অফিসার অল্লীকা রানী দাস, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, উপজেলা চেয়ারম্যান সিও ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় ৫ জন জয়িতাকে ক্রেস্ট ও সম্মানান স্মারক প্রদান করা হয়। বেগম রোকেয়া দিবস ও ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ এর পুরুস্কার প্রাপ্তরা হলে-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে শ্রী মিনা শীল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শেখ শিরীন, সফল জননী নারী রহিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী আছমা আক্তার, সমাজে উন্নয়নে অসামান্য অবদান রাখায় জন্য মোছাঃ নাজমিন আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়।