Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রতিবন্ধী সনাক্ত করণ জরিপ কার্য্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, প্রতিবন্ধীদের কোন ভাবেই অবহেলা করা যাবেনা। তাদেরকে প্রত্যেক ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতা করতে হবে। আপনি আমি ইচ্ছা করলেই যে কোন জায়গায় যেতে পারি, কিন্তু প্রতিবন্ধীরা তা পারেনা। তাই তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। প্রতিবন্ধীদের সেক্ষেত্রে অবহেলা না করে সব ধরণের সহযোগিতা করতে হবে। গতকাল নবীগঞ্জে প্রতিবন্ধী সনাক্তকরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন পরিষদ কার্যলয়ে নবীগঞ্জ সমাজসেবা কার্যলয় এর সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বড়ভাকৈর পশ্চিম ইউপি চেয়ারম্যান সমর দাশের সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল মান্নান মুন্সীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ থানা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সামাদ, নবীগঞ্জ সমাজসেবা কর্মকর্তা শোয়েব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রাকিল হোসেন, ব্র্যাক কর্মকর্তা মেজবাহুল হক প্রমূখ।