Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দু’গ্র“পের সংঘর্ষে বৃদ্ধসহ আহত ৩০

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে পশ্চিম তিমিরপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ৩০জন। গুরুতর আহত ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, কয়েক বছর ধরে পশ্চিম তিমিরপুরের রঙ্গিলা মিয়ার পুত্র হাবিব মিয়া বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে আসছেন। মাটিবাহী গাড়ি পশ্চিম তিমিরপুর গ্রামের রাস্তা দিয়েই যাতায়াত করায় রাস্তা নষ্ট হচ্ছে। গত শনিবার সকালে হাবিব মিয়ার মাটিবাহী গাড়ি চলাচলে বাধা দেন একই গ্রামের কালাম মিয়ার গংরা। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ ইট-পাটকেল, দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হচ্ছে হাবিব মিয়া (৪৫), নজীর মিয়া (৮০), জিয়াউর মিয়া (২৫), মিয়াধন মিয়া (৬০), আব্দুল কাইয়ুম (৭০), সোহেল মিয়া (১৯), হাফিজুর মিয়া (৩০), বিধু মিয়া (৪৫), কাবির মিয়া (১৮), মতিন মিয়া (৬০), হারুন মিয়া (৫৫), শামাল মিয়া (৩৫), কামাল মিয়া (৪৫), রুজিনা বেগম (২২), দয়াল মিয়া(৩৫)। তন্মধ্যে আশংকাজনক অবস্থায় হাবিব মিয়া, নজীর মিয়া, জিয়াউর মিয়া ও মিয়াধন মিয়াকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।