Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহাজোটের অংশ হিসেবে আমাকে হবিগঞ্জে মূল্যায়ন করা হবে-আতিক

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও পার্লামেন্টারী বোর্ডের সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালে হবিগঞ্জকে মহকুমা থেকে জেলা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি হবিগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করেছেন। তাই হবিগঞ্জের মানুষ প্রতিটি নির্বাচনে পল্লীবন্ধু এরশাদকে ভোট দিয়ে মূল্যায়ন করছেন। হবিগঞ্জ সদর-লাখাই শায়েস্তাগঞ্জ আসনে ৩ বার জাতীয় পার্টিকে নির্বাচিত করেছেন। আগামী নির্বাচনে হবিগঞ্জের মানুষ জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। তিনি গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। জাপা নেতা আতিকুর রহমান আতিক বলেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দল থেকে আমাকে ২টি আসনে মনোনয়ন দেয়া হয়েছে। যাতে মহাজোট থেকে আমরা বঞ্চিত না হই। তাই আমি আশাবাদী মহাজোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোট নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে মূল্যায়ন করবেন। তিনি বলেন-আমার মায়ের নির্দেশ ছিল হবিগঞ্জের মানুষকে সেবা করে যাওয়ার। এ হিসেবে আমি ব্যক্তিগতভাবে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়েছি। এখনও আমার সহযোগিতা অব্যাহত রয়েছে। সবদল একাদশ নির্বাচনে অংশ গ্রহন করায় একটি সুষ্টু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে জাপা নেতা আতিক আশাব্যক্ত করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি প্রফেসর আবিদুর রহমান, জেলা জাতীয় যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জাপা নেতা আব্দুস সালাম মেম্বার, মুরাদ আহমেদ, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর প্রমূখ।