Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে পূবালী ব্যাংকের সেমিনার ৬০ উদ্যোক্তাকে ঋণ প্রদান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পূবালী ব্যাংকের এস.এম.ই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ৬০ জন নারী-পুরুষ উদ্যোক্তাকে ৪ কোটি টাকা ঋণ প্রদান করা হয়। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের শিল্পকলা একাডেমী হলে এ উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলার ১৭টি শাখার ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজন এতে উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আহমদ এনায়েত মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী। প্রধান রিসোর্সপার্সন ছিলেন বাংলাদেশ ব্যাংকের কনসালটেন্ট সুকোমল সিংহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক সাঈদ আহমেদ, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার মহাব্যবস্থাপক মোঃ মোবারক হোসেন, পূবালী ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবির। পূবালী ব্যাংক আঞ্চলিক ঋণ প্রশাসক ও আইন কর্মকর্তা মোঃ আবু তাহের এর উপস্থাপনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মোঃ আমীর হোসেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, উদ্যোক্তা জাহানারা আফছর, নাজমুল মোস্তফা, জীবন চন্দ্র চন্দ, জাবেদ খান, সুজাত চৌধুরী, শাহজাহান কবীর, শামছুন্নাহার বেগম। সভায় বক্তারা বলেন, দেশের বেকারত্ব দূরীকরণ, দারিদ্র বিমোচনে এস এম ই ঋণ বিরাট সাফল্য নিয়ে এসেছে। পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন, দেশের উন্নতি ও অগ্রগতিতে তাদের অংগ্রহণে এ ঋণ ভালো ভূমিকা পালন করছে। তারা বলেন, পূবালী ব্যাংক ৩ হাজার ২শ ৮৬ জন উদ্যোক্তার মাঝে ১শ ৭৪ কোটি টাকা এবং ৫২ জন নারী উদ্যোক্তার মাঝে ২ কোটি টাকা এস.এম.ই ঋণ প্রদান করেছ্।ে
উল্লেখ্য, হবিগঞ্জ ১৭টি শাখায় বিগত বছরে ২৮ কোটি টাকা ঋণ প্রদান করেছে।