Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পিতার পাশে চির নিদ্রায় শায়িত বিশিষ্ট ব্যাংকার তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মুরারবন্দ মাজার শরীফে পিতার পাশে চীর নিদ্রায় শায়িত হয়েছেন হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যাংকার মোঃ তাজুল ইসলাম। গতকাল বিকেলে মরহুমের দাফন কাজ সম্পন্ন হয়। এর আগে গতকাল সকাল ১১ টায় মরহুম তাজুল ইসলামের গ্রামের বাড়ি রিচি ঈদ গাঁ ময়দানে প্রথম জানাযা, বেলা ২টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে দ্বিতীয় জানাযা এবং মুরারবন্দ মাজার শরীফে তৃতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মুসল্লী অংশগ্রহন করেন। রিচি ঈদগাঁয়ে এবং চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে অনুষ্ঠিত জানাযা নামাজ পূর্বে বক্তব্য রাখেন, এডঃ মোঃ আবু জাহির এমপি, এডঃ আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জিকে গউছ, বিশিষ্ট ব্যাংকার সৈয়দ জাহেদুল ইসলাম, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আহছান উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খান্দুরা সাহেব বাড়ির সৈয়দ সাজ্জাদ মুর্শেদ সোহান, বিশিস্ট মুরুব্বী আরব আলী, মোঃ নুরুল আমিন শামসু, রিচি যুব সংঘের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া, মরহুমের পরিবারের পক্ষে মরহুম তাজুল ইসলামের চাচা মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া, চাচাতো ভাই চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।