Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলার ৪টি আসনে ৫ জনকে বিএনপির মনোনয়ন ॥ হবিগঞ্জ-১ শেখ সুজাত, হবিগঞ্জ-২ ডাঃ জীবন, হবিগঞ্জ-৩ জিকে গউছ ও এডঃ সেলিম, হবিগঞ্জ-৪ সৈয়দ ফয়সল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ৪টি আসনে বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণা করেছে। মনোনয়ন প্রাপ্তদের মধ্যে ডাঃ সাখাওয়াত হাসান জীবন কারাগারে রয়েছেন।
সূত্রে জানা যায়, গতকাল বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সারা দেশের সাথে হবিগহ্জ জেলা ৪টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেন। দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কারান্তরীণ ডাঃ সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডঃ এনামুল হক সেলিম, হবিগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল।
উল্লেখ্য, পুলিশ এসল্ট ও বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলায় গত ১৭ অক্টোবর থেকে ঢাকার কাশিমপুর কারাগারে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
কারাগারে থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন লাভ করেছেন তিনি।
ডা. জীবনের ভাই মোফাজ্জল হাসান তপুকে গুলশানের অফিসে ডেকে নিয়ে তার হাতে দলীয় মনোনয়নের চিঠি তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বানিয়াচং উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুল হোসাইন মারুফ, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌর প্রশাসক গোলাম ফারুক ডা. জীবনের মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।