Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চাঁদাবাজি মামলায় সিকান্দপুর গ্রামের ৩ আসামী কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানার দায়ের করা চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সিকান্দরপুর গ্রামের তিন আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল দুপুরে তিন আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। আসামীরা হলো বানিয়াচং উপজেলার সিকন্দরপুর গ্রামের আমিন উদ্দিনের পুত্র নাসির উদ্দিন, একই গ্রামের আলফু মিয়ার পুত্র সুমিম মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আলতাব মিয়ার পুত্র শওকত মিয়া।
মামলার সুত্রে জানা যায়, গত বছরের ৬ সেপ্টেম্বর বিকালে ওই এলাকার তোফাজ্জুল হক তরফদারের পুত্র কুহিনুর তরফদার ও তোয়াজ উল্লার পুত্র ফকরু মিয়া শহর থেকে বাড়ি ফেরার পথে নাসির উদ্দিন, শওকত মিয় ও সুমিম মিয়াসহ একদল লোক তাদের গতিরোধ করে একলাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় তারা চাঁদা দিতে অস্বীকার করায় দূর্বৃত্তরা তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ ঘটনায় তোফাজ্জুল হক তরফদার বাদী হয়ে উল্লেখিত আসামীসহ ১০/১২ জনের বিরুদ্ধে বানিয়াচং থানা চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে বানিয়াচং থানার তদন্তকারী কর্মকর্তা কয়েকজন আসামীকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। বাদী উক্ত চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তেরর জন্য হবিগঞ্জের সিআইডিতে হস্তান্তর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ওসি আব্দুর রাজ্জাক মামলাটি হাতে পাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই মামলার অন্যতম ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। এদিকে গ্রেফতার এড়াতে উল্লেখিত তিন আসামী গতকাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দশ দেন।