Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সরকারী পিংলি নদীর জলমহাল ইজারা মূল্য না দিয়ে ভোগ দখলের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সরকারী পিংলি নদী জলমহালটি নীতিমালা পরিপন্থি ভোগ দখল করা হচ্ছে উল্লেখ করে হবিগঞ্জ জেলা প্রশাসক এর নিকট আবেদন জানিয়েছেন নবীগঞ্জ জলচর মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক মোঃ সাজান মিয়া। গতকাল রোববার তিনি এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ওই জলমহালটি ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা দেওয়া থাকলেও সরকারী লীজ চুক্তি ও জলমহাল নীতিমালা মোতাবেক বাৎসরিক ইজারা মূল্য ১৪২৪ বাংলা সনের ৩০ চৈত্র তারিখের মধ্যে প্রদান করার শর্ত থাকা সত্বেও উক্ত জলমহালটির ইজারাদার আজবদি অর্থাৎ ১০ অগ্রাহয়ণ মোতাবেক ১৪২৫ বাংলা অতিবাহিত হওয়ার পরও ইজারা মূল্য প্রদান না করে উল্লেখিত জলমাহলটি নির্বিঘেœ মৎস্য আহরণ করে আসছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এডিসি রেভিনিউ এবং আরডিসিকে মৌখিকভাবে বিষয়টি বার বার অবহিত করার পরও সরকারী ইজারা মূল্য আদায় এবং লীজ চুক্তির শর্ত ভঙ্গ হওয়ার ব্যাপারে রহস্যজনক কারণে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দরখাস্তকারী সমিতির নামের একইভাবে ভুমি মন্ত্রনালয়ের মাধ্যমে গনিয়ালী বিল জলমহালটি ইজারা গ্রহন করেন। কিন্তু লীজ চুক্তির শর্ত মোতাবেক সমিতির অনুকুলে ইজারাকৃত জলমহালের সরকারী ইজারা মূল্য প্রায় ৭ মাস পূর্বে প্রদান করেন। কিন্তু দরখাস্তে উল্লেখিত জলমহালটির ইজারা মূল্য আদায়ের ব্যাপারে এবং জলমহালটি ইজারাকৃত সমিতি মৎস্য আহরণ করে আসছে। মৌখিকভাবে বার বার জানানোর পরও কোন ব্যবস্থা না নেওয়ায় উক্ত দরখাস্তের মাধ্যমে অবহিত করেন দরখাস্তকারী সাজান মিয়া।