Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউশকান্দিতে আইডিয়ার মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ মাছ চাষ একটি লাভজনক বিনিয়োগ, প্রশিক্ষণের মাধ্যমে মাছ চাষ করিলে আর্থিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি মানব দেহের পুষ্টির চাহিদা মেটাতে মাছ চাষের বিকল্প নেই এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে আইডিয়ার প্রকল্প অফিসে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া, কমিউিটি ড্রিভেন গ্রীন ইনিসিয়েটিভ প্রকল্প বিবিয়ানা অঞ্চলে পুকুরে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। আইডিয়া’র বাস্তাবায়নে ও শেভরনের সহযোগিতায় প্রশিক্ষণ পূর্ব আলোচনা সভায় প্রকল্প ব্যবস্থাপক উজ্জল দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ বদরুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেভরন বাংলাদেশের সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ কামরুজ্জামান রিপন, প্রকল্প ম্যানেজার আবুল কালাম আজাদ, বিশিষ্ট রাজনৈতিক নেতা মোঃ আমিনুর রহমান নোমান, খালেদ আহমদ জজ, মুজিবুর রহমান, মৎস্য বিশেষজ্ঞ আইডিয়া সিডিজিআই কর্মকর্তা নাঈমুদ্দিন জাবেদ। আলোচনা সভা শেষে আউশকান্দি ও দীঘলবাক অঞ্চলের ৩০ জন কৃষককে মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ দেন কুর্শি কার্প হ্যাচারী কর্মকর্তা মোঃ আলম।