Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হলদারপুরে ইসলাম হত্যা মামলা পুনঃতদন্ত শুরু

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামের ইসলাম উদ্দিন হত্যা মামলার পুনঃতদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার চার্জশীট থেকে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ ৪ জনকে বাদ দেয়ায় বাদীর নারাজীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। সম্প্রতি পিবিআই পরিদর্শক মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে হলদারপুর গ্রামে গিয়ে মামলার তদন্ত শুরু করেন। এ সময় তদন্তকারী কর্মকর্তা মামলার স্বাক্ষী কামাল মিয়া, খসরু মিয়া, আলাউদ্দিন, আতাউর রহমান ইনু, লিটন মিয়া, সাফিজ মিয়া, রাহেল মিয়াসহ এলাকার মুরুব্বীয়ানদের বক্তব্য রেকর্ড করেন।
এ ব্যাপারে মামলার স্বাক্ষী কামাল মিয়া জানান, মামলার মূলঅভিযুক্ত বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, ফারুক মিয়া, মিজানুর রহমান ও হাফিজুর রহমানের নাম চার্জমটি থেকে রহস্যজনক কারণে বাদ দেয়া হয়। পরবর্তীতে মামলার বাদী নুর উদ্দিন আদালতে নারাজীর আবেদন করেন। এ প্রেক্ষিতে আদালত মামলাটির তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করে।
মামলার বিবরণে জানান, ২০১৭ সালের ১ সেপ্টেম্বর হলদারপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক শেখরুল ইসলাম বিদেশে চলে যাওয়া তার কার্ড নিয়ে চাল ও নগদ টাকা আনতে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের নিকট যান তার ভাই সিরাজ মিয়া। ইউপি চেয়ারম্যান চাল ও টাকা না দিয়ে কার্ডধারীকে আসতে হবে বলে জানান। এ নিয়ে চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে হামলার গুরুতর আহত ইসলাম উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসলাম উদ্দিনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহত ইসলাম উদ্দিনের বড় ভাই নুর উদ্দিন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে প্রধান করে ২৮ জনের বিরুদ্ধে বানিয়াচঙ্গ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।