Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফের পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ ফের পেছানো হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। ২০১৯ সালের ৭ জানুয়ারি সিলেটে মামলাটির তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধার্য তারিখ ছিল। সাক্ষীরা না আসায় একং পাঁচ আসামির উপস্থিতি না থাকায় সাক্ষ্যগ্রহণের নতুন এ তারিখ দিয়েছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কিশোর কুমার কর বলেন, এ পর্যন্ত অসংখ্যবার এ মামলার তারিখ পেছানো হয়েছে। কখনও সাক্ষী না আসা, আবার কখনও আসামিদের অনুপস্থিত থাকার কারণে মামলাটির বিচার কার্যে বিলম্ব হচ্ছে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ এ মামলার নয় আসামি আদালতে হাজির হন।
আর আদালতে হাজির ছিলেন না কারাগারে থাকা লুৎফুজ্জামান বাবর ও জামিনে থাকা অন্য আসামি আবদুল কাইয়ূম, জয়নাল আবেদীন ও মুমিনুল ইসলাম।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।
আলোচিত এই মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে মাত্র ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।