Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট-মাধবপুরে আলোচনায় ড. ফরাস উদ্দিন ও মাহবুব আলী

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ভোট নয় রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে প্রার্থীর মনোনয়ন নিয়ে। কে পাচ্ছেন দলীয় টিকিট-এটাই এখন মুখ্য আলোচনা চায়ের টেবিলে। বিরামহীন আলোচনা-সমালোচনা সাধারন মানুষের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কাল্পনিক কথা-বার্তা, গুজব চলছে সমান তালে। বিশেষ করে আওয়ামীলীগের প্রার্থীতা নিয়েই যত সব আলোচনা। বর্তমান এমপি এডভোকেট মাহবুব আলী নাকি ড. ফরাস উদ্দিন টিকিট পাচ্ছেন সেটাই আলোচনার কেন্দ্র বিন্দু। চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ সংসদীয় আসন। এ আসনে সব সময়ই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয় লাভ করে থাকেন। এখানে চা বাগানের শ্রমিকসহ মাইনরটি ভোটার রয়েছেন প্রায় ৩৫ হাজার। এখানে সর্ব সাকুল্যে ভোটার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬২৩ জন। এর মধ্যে চুনারুঘাট উপজেলায় রয়েছেন ২ লাখ ৩ হাজার ৩৩১ জন এবং মাধবপুর উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৯২ জন। ১৯৭৯ সালের নির্বাচনে এ আসনে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহিবুল হাসান। ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচন দুটিতে এমপি নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির সৈয়দ মোহাম্মদ কায়সার। যিনি বর্তমানে যুদ্ধাপরাধী মামলায় জেলে অন্তরীন আছেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারির বিতর্কিত নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ছয়বার নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের সাবেক সমাজকল্যাণমন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদ। বর্তমানে এ আসনে আওয়ামীলীগের এমপি অ্যাডভোকেট মাহবুব আলী। আসন্ন জাতীয় সংস নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ আসনে তিন দল থেকে মনোনয়ন কিনেছেন ১৬ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ ৯ জন, বিএনপির ৫ জন ও জাতীয় পার্টির ২ জন মনোনয়ন কিনেছেন। আওয়ামীলীগের হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বঙ্গবন্ধুর একান্ত সচিব অর্থনীতিবিদ ড. ফরাসউদ্দিন, বর্তমান সাংসদ অ্যাডভোকেট মাহবুব আলী, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ্ মো. মুসলিম, কেন্দ”ীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট দেওয়ান মারুফ সিদ্দিকী, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসাইন জিতু, শাহজালাল বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুনির, প্রয়াত সমাজকল্যান মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদের ছেলে নিজামুল হক রানা, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের ও প্রকৌশলী আরিফুল হাই রাজিব। বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সাল, তাঁর ছোট ভাই জেলা বিএনপির সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, কেন্দ্রীয় বিএনপির নেত্রী ও সাবেক মহিলা এমপি শাম্মী আক্তার শিপা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আহাদ ইউ চৌধুরী শাহীন ও ফকির কাওছার।