Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভেজাল ঔষধ বিক্রির দায়ে রিপ্রেজেন্টেটিভকে জরিমানা

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ত্র“টপূর্ন ভাঙ্গা ও নিন্মমানের ভেজাল ঔষধ বিক্রির অপরাধে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল গনি ওসমান গতকাল রবিবার সন্ধ্যায় নতুনবাজার মোড় মিলন মেডিকেল হল থেকে পপুলার ঔষধ কোম্পানীর রিপ্রেজেনটিভ মোঃ রাজন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ সালের ৩৬ ও ৪২ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা প্রদানকারী রাজন মিয়া নরসিংদী জেলার বেলাবর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মোঃ এলাইছ মিয়ার পুত্র। তিনি দীর্ঘদিন যাবত পপুলার ঔষধ কোম্পানীতে নবীগঞ্জে রিপ্রেজেনটিভ হিসাবে কাজ করে আসছেন। এ সময় তিনি মিলন মেডিকেল হলে নিন্মমানের ও ভেজাল ঔষধ বিক্রির জন্য গিয়েছিলেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারী মোঃ আশফাক উদজ্জামান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, সুদীপ দাশ প্রমূখ।