Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সাংবাদিক পুত্র নাঈমের ট্রেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সাংবাদিক পুত্র শেখ জান্নাতুল নাঈম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তির সুযোগ পেয়েছে। গতকাল বুধবার ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সে মেধা তালিকায় ২৩৫তম স্থান অর্জন করেছে। উক্ত বিশ্ববিদ্যালয়ে ৫২০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
উল্লেখ্য, নাঈম বাহুবলের সর্বোচ্চ বিদ্যাপীঠ দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুল থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ এবং বাহুবল কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করে। সে সরকারি মেডিকেলে অল্পের জন্য ভর্তির সুযোগ হাতছাড়া করলেও জগন্নাত বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করে।
শেখ জান্নাতুল নাঈম উপজেলার নারিকেলতালা গ্রামের বাসিন্দা বাহুবল মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ ও শিক্ষক নিলিমা আক্তারের পুত্র। তার নানা শেখ আরিফ উল্লাহ মাস্টার ও দাদা সাবেক ইউপি মেম্বার আব্দুল খালেক।