Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া কামাল অসুস্থ্য ॥ সিলেটে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া কামাল বিচার কার্য চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল সকাল ১০টার দিকে প্রতিদিনের ন্যায় এজলাসে বসে বিচার কাজ পরিচালনা করছিলেন তানিয়া কামাল। পরে বুকে ব্যথা অনুভব করায় বিষয়টি তিনি এপিপি আবুল কালামকে অবগত করেন। এপিপি আবুল কালাম বিচার কাজ স্থগিত করে বিশ্রাম নেয়ার অনুরোধ জানালেও তিনি স্বাক্ষী গ্রহণ অব্যাহত রাখেন। এক পর্যায়ে এজলাস থেকে নেমে খাস খামড়ায় যাওয়ার পর ব্যথা বেশি অনুভব করলে দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেলে রেফার্ড করা হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া কামাল অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এ সংবাদ শুনে জেলা ও দায়রা জজ, জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকগণ দ্রুত হাসপাতালে যান এবং চিকিৎসার খোজ খবর নেন। হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া কামাল হবিগঞ্জে যোগদানের পর দ্রুত সময়ের মধ্যে জুডিসিয়াল বিচার কার্যক্রম নতুন নির্মিত চিফ জুডিসিয়াল ভবনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে আসছিলেন। আজ সেই দিন হবিগঞ্জের জুডিসিয়াল বিচার কার্যক্রম নতুন চিফ জুডিসিয়াল ভবনে স্থানান্তর হচ্ছে। যদিও আজ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া কামাল সেই শুভক্ষনে অসুস্থতাজনিত থাকতে পারছেন না।