Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অষ্ট্রেলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

অষ্ট্রেলিয়া প্রতিনিধি ॥ অষ্ট্রেলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বেগম জিয়ার মুক্তির দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল ১১ নভেম্বর সিডনিস্থ হাজীর বিরিয়ানী হাউজ ফাংশন সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অষ্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় মহান মুক্তিযুদ্ধের সময় এবং গত নির্বাচনে সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় আহত নিহত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অষ্ট্রেলিয়ার সভাপতি ও সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি অষ্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসিম উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ.এন.এম মাসুম, আব্দুস সামাদ শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, নিউ সাউথওয়েলস স্টেট বিএনপির সভাপতি অনুপ আন্তনী গোমেজ। বিএনপি অষ্ট্রেলিয়ার প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল অষ্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, সাংগঠনিক সম্পাদক জাবেল হক জাবেদ, নিউ সাউথওয়েল বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুমান হোসেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, জাহিদ আবেদিন, আব্দুল করিম, গোলাম রাব্বানী, মোহাম্মদ মানিক, পংকজ বিশ্বাস, আরিফুল ইসলাম, পারভেজ আলম, মেহেদী হাসান মেহেদী, আশরাফুল ইসলাম, মোহাম্মদ মোতাহের হোসেন, মোহাম্মদ জসিম, সালাম খান, মোহাম্মদ মঈন। সভাপতির বক্তব্যে মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের মানুষের যে রাজনীতি সেই রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন এসেছিল। এই দিনে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতাকে সুসংহত করার একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশ প্রেমিক সৈনিক ও জনগণ নিয়েছিল। এদিনে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃস্থাপিত হওয়ার সুযোগ হয়েছিল। এ কারণে দিনটিকে আমরা সবসময় স্মরণ করে এসেছি। বহুমাত্রিক রাজনৈতিক ব্যবস্থা যিনি পুনরায় প্রবর্তন করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু আজ আওয়ামীলীগ অবৈধভাবে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বিএনপিকে ধবংস করার জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়ে তাকে নির্বাচন থেকে দূরের রাখার সকল ব্যবস্থা কায়েম করছে। জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও বানোয়াট মামলায় সাজা দেয়া হয়েছে। বিবেকশূন্য সরকার ও সরকার প্রধানের নির্দেশে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়েই জরাজীর্ণ, পরিত্যক্ত ও বাসানুপযোগী নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।