Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের ধারা সৃষ্টি করেছে। দারিদ্র্য বিমোচনে অঙ্গীকারাবদ্ধ এই সরকার। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে না। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সিড়িশ তলায় হবিগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে যুবলীগ। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে দলের মনোনিত সকল প্রার্থীর বিজয় নিশ্চিতে যুবলীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় যুবলীগের সকল নেতাকর্মী হাত তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ নেন।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ।
এছাড়াও বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সহ-সভাপতি শাহেদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাছ মিয়া, মাধবপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আলাউর রহমান মিলাদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক মাজেদুল হোসেন লুবন, নবীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, ছাব্বির আহমেদ রনি, নবীগঞ্জ উপজেলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি সজল রায়, শওকত আকবর সোহেল, হাজী সামছু মিয়া, গৌতম রায়, এসএম আব্দুর রউফ মাসুক, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, মোঃ ফারুক পাঠান, মোঃ জাকির হোসেন, কেএম আনোয়ার, শাহীন তালুকদার, ডাঃ পিন্টু আচার্য্য, রুহুল আমীন সিজিল, ফারুক মিয়া, আলমগীর দেওয়ান, বদরুল আলম, মোঃ আলমগীর মিয়া, সবুজ আহমেদ, ধ্র“বজ্যোতি দাশ টিটু, শাহ বাহার, শাহরিয়া চৌধুরী সুমন, এডঃ মঈন উদ্দিন সোহেল, মোঃ আলম মিয়া, লিমন লস্কর, মোঃ জাহির মিয়া, মোঃ কামাল আহমেদ, নিজাম উদ্দিন শরীফ জনি, শাহ দরাজ, শান্তনু দাশ অলক, জামাল মিয়া, ইমতিয়াজ জাহান শাওন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব রনি, ইকবাল হোসেন খান, দেলোয়ার হোসেন খান, জুয়েল আহমেদ, মোঃ আব্দুল্লাহ, আবুল কাশেম রুবেল প্রমুখ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। পরে শহরে খোয়াই মুখ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।