Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে গাজাঁসহ ব্যবসায়ী আটক ॥ ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রাম থেকে গাজাঁসহ কুখ্যাত গাজাঁ ব্যবসায়ী জমসেদ আলী (৪০)কে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ নিয়ে দু’ধরনের বক্তব্য পাওয়া গেছে। স্থানীয় লোকজন বলছেন ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বলছে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১’শ গ্রাম। স্থানীয় লোকজন জানান, হবিগঞ্জের মাদক অধিদপ্তরের একদল কর্মী গতকাল শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার গন্ধ্যা গ্রামের কুখ্যাত গাজাঁ ব্যবসায়ী জমসেদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরে তল্লাসী করে তার ঘর থেকে গাঁজা উদ্ধার ও জমশেদ আলীকে আটক করা হয়। তাকে নিয়ে আসার পথে স্থানীয় নেতাদের রোশানলে পড়ে অভিযানকতারীরা। পরে সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীর ভ্রাম্যমান আদালতে ১’শ গ্রাম গাঁজা জমশেদকে হাজির করা হলে আদালত উভয় পক্ষের বক্তব্যের প্রেক্ষিতে ধৃত জমসেদ আলীকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এ ব্যাপারে মাদক অধিদপ্তরের এসআই খায়রুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি ১ কেজি গাজাঁ উদ্ধারের বিষয়টি অস্বীকার করে বলেন, স্থানীয় লোকজন কি বলেছে সেটা উনাদের বিষয়। তারা ১’শ গ্রাম গাজা উদ্ধার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেছেন।