Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে রবি মৌসুমে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে ভুট্টা-সরিষা এবং বোরো ধানসহ বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এ উপলক্ষে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। উপ-সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দ সাইদুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনিছ উল্লাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহ জাহান চৌধুরী, গাজীপুর ইউপি যুবলীগের সেক্রেটারী জহিরুল ইসলাম সহ আরো অনেকে। সভায় প্রধান অতিথি আবু তাহের বলেন, বিএনপি সরকারের আমলে কৃষকরা সারের পিছনে ঘুরতো। বর্তমানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের জোয়ারে সার কৃষকের ঘরে পৌঁছে। আলোচনা সভা শেষে ২৭৫জন কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা-সরিষা, বোরো ধানবীজ সহ রসায়নিক সার বিতরণ করা হয়।