Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে শিক্ষকের বাসায় ডাকাতি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার কাশিমপুর গ্রামে সহকারি অধ্যাপক মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। সহকারি অধ্যাপক মিজানুর রহমান ও তার পারিবারিক সুত্রে জান যায় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড় ঘটিকার সময় ১৫ থেকে ২০ জনের একদল মুখোশ পরিহিত ডাকাত পূর্ব ভিটির ঘরের দরজা খুলে প্রবেশ করে প্রথমে মিজানের ছোট ভাই জয়নাল আবেদীন টিটুর হাত পা বেধেঁনেয়। পরে পশ্চিম ভিটির ঘরের দরজা খুলে প্রবেশ করে তার বাবাকে কম্বল ডাকা দিয়ে বৃদ্ধা মা ও ছোট বোন বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকেয়া বেগমের পরিহিত স্বর্ণের অলংকার খুলেনেয়। এ সময় প্রায় ঘন্টা ব্যাপি ডাকাতরা উভয় ঘরের আসবাব পত্র ছুড়ে ফেলে এবং ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছেন। মাধবপুর কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান জানান ডাকাতরা প্রায় একভরি ওজনের স্বর্ণালংকার এবং ৪টি মোবাইল নিয়ে যায় এবং এবং ব্যাপক ভাংচুর করেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, কাশিমনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আমিও ঘটনাস্থলে যাচ্ছি ঘটনা দেখে বিস্তারিত বলতে পারব। সহকারি অধ্যাপক মিজানুর রহমান তেলিয়াপাড়ায় বসবাস করেন ফলে ঘটনার সময় বাড়িতে ছিলেন না।