Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় অস্বচ্ছল পরিবারের মেয়েদের গণবিবাহ দিতে ২য় পর্যায়ের প্রস্তুতি ॥ পিতা-মাতার সাথে মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি ॥ পৌরএলাকার অস্বচ্ছল পরিবারের মেয়েদের হবিগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় বিয়ে দিতে ২য় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে গনবিবাহ কার্যক্রম। আগামী ২৩ এপ্রিল পৌরভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে কার্যক্রমের আওতায় ‘কন্যাদান’ অনুষ্ঠান। গতবছর ১১ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের গনবিবাহ কার্যক্রমের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা দেশে বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করে। এরই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হচ্ছে গনবিবাহ কার্যক্রমের ২য় পর্যায়। ইতিমধ্যে এ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল এবারের কন্যাদান অনুষ্ঠানের পাত্র-পাত্রীদের মা-বাবা ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। সভায় মেয়র বলেন পৌরএলাকা কমবিত্তের অধিকারী অনেক পরিবার রয়েছে যারা অর্থের অভাবে মেয়েদের বিয়ে দিতে পারেন না। হবিগঞ্জ পৌরসভা সে সকল পরিবারের পাশে দাড়াতে চায়। তিনি বলেন অস্বচ্ছল পরিবারের মেয়েদের অভিভাবক হয়ে পূর্বের মতো এবারও পৌরসভার ব্যবস্থাপনায় আমি তাদের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পাত্রস্থ করতে চাই। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কন্যাদান অনুষ্ঠানের আহবায়ক পৌর কাউন্সিলর সালমা আক্তার চৌধুরী, শেখ নুর হোসেন, মোঃ আলমগীর ও পৌরসচিব নুর আজম শরীফ। সভায় জানানো হয় তিনটি শর্তে কন্যাদান অনুষ্ঠানের পাত্র-পাত্রী নির্বাচন করা হয়েছে। শর্তগুলো হলো পরিবারগুলো প্রকৃত অর্থেই অস্বচ্ছল, পাত্র-পাত্রীদের প্রথম বিয়ে এবং পাত্র-পাত্রীগণের বয়স বিবাহযোগ্য।