Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে এস.এস.সি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ২০১৯ সনের এস.এস.সি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। জানা যায়, ২০১৯ সনের চলতি নভেম্বর মাসের প্রথমদিকে মাধবপুরে কয়েকটি শিক্ষা প্রতিষ্টানে এস.এস.সি পরীক্ষার্থীদের ফরম পূরণের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে কোন কোন প্রতিষ্ঠান ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করছে। সরকারী তথ্যমতে চলতি বছর কেন্দ্র ফি সহ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফি ১হাজার ৫শত ৫০ টাকা এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ১হাজার ৪শত ৪৫টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলাপ করে জানা গেছে, আউলিয়াবাদ আরকে উচ্চ বিদ্যালয়, তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়, অপরূপা উচ্চ বালিকা বিদ্যালয়, প্রেমদাময়ি উচ্চ বালিকা বিদ্যালয়, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও সাহেবনগর উচ্চ বিদ্যালয়ে ২হাজার টাকা করে নেয়া হচ্ছে। আর চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজ বিভিন্ন অজুহাতে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে আদায় করছেন ৪হাজার ২শত টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ পরিমাণ ফি দেয়া অনেক শিক্ষার্থীদের পক্ষে সম্ভব হবেনা বলে অনেক অভিবাবক জানান। তারা অতিরিক্ত ফি আদায় বন্ধ করে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।