Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রোভারিং এর শতবর্ষে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় শচীন্দ্র কলেজের সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি ॥ রোভারিং এর শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলা রোভারের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতায় শচীন্দ্র কলেজ রোভার স্কাউট গ্র“প সাফল্য লাভ করেছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ মুক্ত স্কাউট ভবনে অনুষ্ঠিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতায় সাংস্কৃতিক ও খেলাধুলা বিভাগে অংশগ্রহণ করে রোভার তানভীর সিদ্দিকী তোয়াহা উপস্থিত বক্তৃতায় ১ম স্থান এবং স্বরচিত কবিতা আবৃত্তি ও একক অভিনয়ে ২য় স্থান অর্জন করে। এছাড়া রোভার সাগর বর্মন সাতারে ১ম স্থান, কবিতা আবৃত্তিতে চাহিদা আক্তার ইতি ১ম স্থান, দেশাত্মবোধক গানে সাথী আক্তার ২য় স্থান, একক অভিনয়ে মোয়াজ্জেম হোসেন ১ম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন কলেজের রোভার স্কাউট গ্র“পের ৬০ জন রোভার ও গার্ল ইন রোভার স্কাউট অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলা রোভার এর সহ-সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা রোভারের কমিশনার সহযোগী অধ্যাপক মোঃ ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ জেলা রোভারের সম্পাদক এডঃ মোহাম্মদ আবদুল কাইয়ুম, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমী, জেলা রোভার স্কাউট লিডার ফখরুল ইসলাম চৌধুরী, জেলা রোভারের সহকারী কমিশনার প্রভাষক আ.ব.ম ফখরুদ্দিন খান পারভেজ, শচীন্দ্র কলেজের রোভার স্কাউট লিডার ও জেলা রোভারের যুগ্ম সম্পাদক রণজিৎ কুমার দাস প্রমুখ।