Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগ নেতার উপর দায়েরী মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমেদ চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমনের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন। পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও পিকলু চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, সহ-সভাপতি আব্দুল আউয়াল, জয়নাল আবেদ্বীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনর মিয়া, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, সহ সাংগঠনিক নুরুজ্জামান তালুকদার, পৌর শ্রমিকলীগ সভাপতি হাফিজুর রহমান মিলন, রুহেল জাকির, মিলন চৌধুরী, প্রভাষক তনুজ রায়, হুমায়ূন আহমেদ, রুবেল আহমেদ, দেওয়ান জাবেদ, সিরাজুল ইসলাম, দুলাল দাশ, নানু মিয়া, রুবেল রায়, লতিফ, রিপন কর, ছুটন মিয়া, রুমান মিয়া, বেলাল আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান, হেলাল উদ্দিন, আবু ইউসুফ, সুবিনয় রায়, মুতাহির, শাহ আলম, নুরুল ইসলাম, অরুন দাশ, সালাম, আতাউর রহমান, হিলাল মিয়া, বিলাল মিয়া, আঞ্জব আলী, ইলিয়াস আলী বাবু, দেলোয়ার হুসেন, বোরহান মাসুম, পারভেজ চৌধুরী ফয়েজ উপস্থিত ছিলেন। সমাবেশে নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার রেশ মেটাতে গিয়ে অহেতুক সাজানো একটি মামলা দায়ের করা হয়েছে। বক্তারা দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। অন্যতায় এর পরিনাম ভয়াবহ হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।