Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের বাসভবনে তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জাতীয় ৪ নেতাসহ সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় জেলা যুবলীগ সভাপতিসহ বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় ৪ নেতাকে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানের দূসররা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। তারা বাংলাদেশকে ধ্বংসের দিকে টেলে দিতে চায়। বাংলাদেশের মঙ্গলের স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকল্প নেই। তাই শোককে শক্তিতে পরিণত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে যুবলীগ নেতৃবৃন্দকে শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন-জেলা যুবলীগের সহ-সভাপতি স্বজল রায়, গৌতম কুমার রায়, ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, সদর উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, চুনারুঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার, মোঃ তাজ উদ্দিন, আলম মিয়া, মোঃ ফারুক মিয়া, সবুজ আহমেদ, কবীর আহমেদ, টিএম আফজাল, ইমতিয়াজ জাহান শাওন, ছাব্বির আহমেদ রনি প্রমুখ।