Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে কমিউনিটি ক্লিনিক ও উপ-স্বাস্থ্যকেন্দ্রে ল্যাপটপ প্রদান

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ এম আই এস স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বানিয়াচঙ্গ উপজেলার কমিউিনিটি কিনিকের ১৫ জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার ১টি সাব সেন্টারে অত্যাধুনিক ল্যাপটপ প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুরে বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের হলরোমে ডা. মোঃ কায়ছার রহমানে সভাপতিত্বে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বানিয়াচঙ্গ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, বানিয়াচঙ্গ উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, সাংবাদিক নজরুল ইসলাম তালুকদার, কমিউনিটি হেল্থ কেয়ার বানিয়াচঙ্গ শাখার ইনস্পেক্টর শহিদুর রহমান, এমটিবি জুবায়ের আহমদ খান, ষ্টোর কিপার জিয়াউর রহমান, অফিস সহকারী গোবিন্দ লাল দাস, হেল্থ প্রোভাইডার দেলোয়ার হোসেন নিশাত, রিয়াদ আলম খান, মোশারফ হোসেন, রাজিয়া খাতুন, হুসনে আরা প্রমূখ। জাতুকর্ণ পাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ প্রোভাইডার মশিরা খাতুনের নিকট ৩৬ হাজার টাকা মূল্যের অত্যাধুনিক লেপটপ তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এছাড়া ২ নং ইউনিয়নের চান পাড়া ক্লিনিক, তকবাজখানী ক্লিনিক, ৩ নং ইউনিয়নের পাড়াগাও ক্লিনিক, ৫ নং ইউনিয়নে দৌলতপুর ক্লিনিক, করছা ক্লিনিক, ৯ নং পুকড়া ইউনিয়নের পুকড়া ক্লিনিক, পশ্চিম পুকড়া ক্লিনিক, ৮ নং ইউনিয়নের গুনই ক্লিনিক, মতুরাপুর ক্লিনিক, হোসেনপুর ক্লিনিক, ১০ নং ইউনিয়নের ভবানীপুর ক্লিনিক, ১১ নং ইউনিয়নের নয়া পাথারিয়া ক্লিনিক, দক্ষিন সাঙ্গর ক্লিনিক, ৭ নং ইউনিয়নের কদুপুর ক্লিনিকের কমিউিনিটি হেল্থ প্রোভাইডারের নিকট লেপটপ তুলে দেওয়া হয়। ৫/৬ নং বাজারস্থ উপজেলা উপস্বাস্থ্য কেন্দ্রেও একটি লেপটপ প্রদান করা হয়। ল্যাপটপের সাথে হাই স্পিড ইন্টারনেট মডেম তুলে দেওয়া হয়।