Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ৪তলা ভবন, পাকা রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি বাবু

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়, শাহ জালাল মাধ্যমিক বিদ্যালয়, ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, আব্দুল মুনিম চৌধুরী বাবু চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন ভিত্তি প্রস্থর স্থাপন, হোসেনপুর থেকে নিধনপুর, বাহুবল বাজার থেকে ফয়জাবাদ, বড়গাওয়ে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পাকা রাস্তা পৃথক পৃথকভাবে ভিত্তি প্রস্থর স্থাপন ও বাহুবল কলেজের ৩য় ও ৪র্থ তলা ভবন উদ্বোধন করেছেন। গতকাল শনিবার সারাদিন ব্যাপী ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন, উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মহি উদ্দিন চৌধুরী, বাহুবল কলেজের প্রতিষ্টাতা জমর উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব, সাবেক চেয়ারম্যান আবুল হাসেম, হরমুজ আলী, শ্রমিক নেতা আসকর আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সফি আহমেদ চৌধুরী, সহ-সভাপতি মখছুদ আলী মেম্বার, সাধারণ সম্পাদক আ ক ম উস্তার মিয়া তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ কুটি, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, সাবেক মেম্বার ফরিদ মিয়া তালুকদার, আব্দুল ছমেদ, আওয়ামীলীগ নেতা আব্দুল আলী, জাপা নেতা আমির উল্ল্যা, আব্দুল করিম, চল্লুক মিয়া, ফরিদ মিয়া, যুব সংহতির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, উপজেলা তরুন পার্টির সাধারণ সম্পাদক মস্তফা মিয়া প্রমূখ।