Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের প্রবীণ মুরুব্বী নুরুজ মিয়া আর নেই

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাষ্টার বাড়ির প্রবীণ মুরুব্বী ও বাউসা নাদামপুর ওয়ার্ডের মেম্বার মোঃ আল-হেলাল আহমদ এর পিতা মোঃ নুরুজ মিয়া (৮০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলািহি রাজিউন)। গতকাল শনিবার দুপুর ১.১৫ মিনিটের সময় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বিকাল ৪.৫০ মিনিটের সময় বাউসা ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন, আলহাজ্ব হাফেজ মাওঃ ফখর উদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি। জানাযার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক ও মরহুমের প্রথম সন্তান বাউসা নাদামপুর নাদামপুর ওয়ার্ডের মেম্বার আল-হেলাল আহমদ। এতে অংশগ্রহণ করেন, নবীগঞ্জ জে কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেপু, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুণ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ এটি এম সালাম, বাউসা শাহ্ তাজ উদ্দির কুরেশী (রহ.) হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ কাওছার আহমদ, বিশিষ্ট মুরুব্বী হাজী মতিন মিয়া, শাহ্ মছদ্দর আলী, ইউপি সদস্য মোঃ ফিরোজ মিয়া, সাবেক মেম্বার মোতাব্বীর হুসেন, শাহ্ মর্তুজ আলী, মাওঃ মোশাহীদ আলী, মজিদুল করিম মজিদ, চৌধুরীর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইছমত আহমদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরশ আলী, বাউসা যুব সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন, বাছিতুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলী সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ কয়েক শতাধিক মানুষ। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ২ কন্যা সন্তান সন্তান অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।