Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক ছাত্র সংগঠন “হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম” এর জাকজমকপূর্ণভাবে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, ম্যাগাজিন (পূর্বাভাস) এর তৃতীয় সংস্করণের মোড়ক উন্মোচন, কেক কাট, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। এউপলক্ষ্যে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিয়াজ আহমেদ পিয়াস। সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, বৃন্দাবন সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, রোটারিয়ান বাদল কুমার রায়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নোমান আহমেদ। গীতা পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক অনিক রঞ্জন দাশ। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সজীব চন্দ্র গোপ।
এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি শেখ সুলতান মোঃ কাওসার, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুজ্জামান, বৃন্দাবন সরকারী কলেজ শাখার সভাপতি খলিলুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, আব্দুল্লাহ আল নাহিদ চৌধুরী প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।