Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলা নির্বাচনের কলঙ্ক প্রিজাইডিং অফিসারকে বস্তায় ভরে নিয়ে আসার হুমকি এএসআইর

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তুলকালাম কান্ড ঘটে গেলেও হবিগঞ্জ জেলায় উৎসব মুখর ও শান্তিপুর্ণভাবে সকল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এক মাত্র কলঙ্কজনক ঘটনা ঘটে বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নের আওয়ালমহল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে একজন এএসআই প্রিজাইডিং অফিসারকে শারিরিকভাবে লাঞ্চিত করলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেনি।
জানা যায়, বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের নির্বাচনে যখন ভোট গণনা শুরু হয়, তখন সেখানে বিভিন্ন বাধার সৃষ্টি করেন আজমিরীগঞ্জ থানার এএসআই শরিফুল ইসলাম। রেজাল্ট শীট তৈরী ও ব্যালট পেপার হিসাব করার সময় ওই এএসআই বিলম্ব হচ্ছে অজুহাত দেখিয়ে প্রিজাইডিং অফিসারকে ধমক দিয়ে জোড় পুর্বক ব্যালট পেপারসহ বিভিন্ন জিনিস বস্তায় ভরতে শুরু করে। প্রিসাইডিং অফিসার তখন এগুলো হিসাব করে বস্তায় ভরতে হবে বললে ওই এএসআই পাল্টা ধমক দিয়ে বলেন, ‘আপনি কি বুঝেন মিয়া’। প্রিজাইডিং অফিসার তখন এএসআই শরিফুলকে কক্ষের বাহিরে যেতে বলেন। কিন্তু এএসআই শরিফুল প্রিজাইডিং অফিসারকে শারিরিকভাবে লাঞ্চিত করে এবং ধাক্কা দিয়ে উচু বারান্দা থেকে নিচে ফেলে দেয় এবং প্রিজাইডিং অফিসারকে বস্তায় ভরে নিয়ে আসার হুমকি দেয়। পরিস্থিতির অবনতি ঘটলে স্থানীয় মুরুব্বিরা পরিস্থিতি শান্ত করেন।
পুলিশের ডিউটি মুলত কেন্দ্রের বাহিরের শান্তিশৃংখলা বজায় রাখা এবং প্রিজাইডিং অফিসারের নির্দেশ পালন করা। কিন্তু এএসআই শরিফুল ইসলাম সীমালঙ্ঘন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
দায়িত্বপালনকারী প্রিসাইডিং অফিসার বিষয়টি প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।