Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সরকারী জায়গা থেকে লাখ টাকার মাটি বিক্রি ॥ প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সরকারী লীজকৃত বিল থেকে জোরপূর্বক মাটি কেটে দেদারছে বিাক্র করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী চক্র। এর প্রতিবাদ করায় বিলের ইজারাদার পরেশ সরকারসহ তার লোকজনকে নির্যাতন, প্রাণনাশের হুমকীসহ নানা ভয়ভীতি প্রদর্শন করছে ওই প্রভাবশালীরা। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে অভিযোগ করেছেন লোকজন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুলাহ মৌজাস্থ ধানুয়ার ঢালা নামক সরকারী বিল ইজারা নেয় বানিপাতা মৎস্যজিবী সমবায় সমিতি। ওই সমিতির সম্পাদক বানিপাতা গ্রামের পরেশ সরকার জানান, বিধি মোতাবেক বিল ইজারা আনার পর থেকেই পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের কতিপয় ব্যক্তি নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে চাদা দাবী করে। তাদের দাবী না মানায় বিলের পাহারাদারদের ছুরিকাঘাত করে জারপূর্বক মাছ ও বিলের সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়ের করলে তারা নানা ষড়যন্ত্র শুরু করে। সম্প্রতি দৌলতপুরের উল্লেখিত লোকজন জোরপূর্বক লীজকৃত ধানুয়ার ঢালা বিল থেকে প্রায় লক্ষাধিক টাকার মাটি বিক্রি করলে পরেশ সরকার বাধা দেয়। এতে তারা কোন কর্ণপাত না করায় পরেশ সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিলে ইনাতগঞ্জ তহশীল অফিসকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। গত ২৯ মার্চ সহকারী তহশীলদার আতিকুর রহমান সরজমিন তদন্তে গেলে বিল থেকে মাটি কাটার ঘটনার সত্যতা পেয়ে ক্ষতির পরিমান নির্ণয় করেন।
এ ব্যাপারে সহকারী তহশীলদার ঘটনাটি সত্যতা স্বীকার করে জানান, ক্ষয়ক্ষতির পরিমান হিসাব করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এদিকে জোর পূর্বক সরকারী বিলের মাটি বিক্রি করে লাখ টাকা খামাই করার ঘটনাটি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর অপরাধে প্রভাবশালী চক্রটি নানা হুমকী প্রদান করে আসছে। এবং পরেশ সরকারসহ তার লোকজনদের উপযুক্ত শিক্ষা দিবে বলে হুমকী দিচ্ছে।