Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আসন্ন ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বিশেষ পরামর্শ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে ও মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের ব্যবস্থাপনায় আসন্ন ১২ই রবিউল আওয়াল শরীফ ও জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) জাকজমকপূর্ণভাবে বাস্তবায়নের জন্য এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১১টায় আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। কাজী মাওঃ এম এ জলিলের সঞ্চালনায় জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দুই শতাধিক নেতাকর্মী পরামর্শ সভায় অংশগ্রহণ করেন। পরামর্শ সভায় আলোচনা শেষে যে সকল সিসন্ত গ্রহণ করা হয় সেগুলো হলো, (১) আসন্ন ঈদেমিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আগামী ১২ই রবিউল আওয়াল সকালে ১০ ঘটিকায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ থেকে জশনে জুলুছ বের করা হবে এবং জেলা প্রশাসকের কার্যালয় নিমতলায় গিয়ে সমাবেশে মিলিত হবে। (২) সকল উপজেলা ও পৌর শাখা স্ব-স্ব এলাকায় উক্ত তারিখের আগে বা পরে জশনে জুলুছের আয়োজন করবেন। (৩) শহরতলী প্রত্যেক এলাকা থেকে নিজ নিজ মসজিদ ও সংগঠনের ব্যানারে মিছিল সহকারে উক্ত জুলুছে যোগদান করবেন। (৪) যে যে এলাকায় বড় গাড়ী যাওয়ার রাস্তা থাকবে শুধু সে সব এলাকা থেকে বড় বাস ট্রাক করে জশনে জুলুছে আসবেন। নতুবা রাস্তার উপযোগী ছোট ছোট গাড়ীতে করে নিজ দায়িত্বে অংশগ্রহণ করিবে। সর্বাবস্তায় শিশু ও বৃদ্ধদেরকে অবশ্যই সতর্কতার সাথে নিয়ে আসবেন। (৫) শহরের প্রত্যেক প্রবেশ পথে এবং বিশেষ বিশেষ স্থানে লাইটিং ব্যানারসহ তোরণ গেইট করা হবে। ফ্যাস্টুন, ব্যানার, পোস্টার, লাইটিং করে ব্যাপক প্রচারণা করতে হবে। (৬) পোস্টার সহ অন্যান্য সামগ্রী বিতরণের জন্য আগামী ১০ নভেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। এতে প্রত্যেক এলাকার প্রতিনিধিগণ উপস্থিত থেকে নিজ নিজ চাহিদা মতে পোস্টার, লিফলেট ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। সভায় বক্তব্য রাখেন মাওঃ ফরিদ আহমেদ, মুফতি আব্দুল মজিদ, মুফতি আলমগীর হোসাইন সাইফী, মোঃ জালাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, আলহাজ্ব ফজলুল হক সজলু, মোঃ আলা উদ্দিন সর্দার, মাওঃ কাজী নাজমুল হোসেন, হাফেজ মোঃ আব্দুল করিম, হাফেজ এবাদুল হক চৌধুরী, মোঃ আব্দুল হান্নান তালুকদার মোহন, মোঃ আব্দুল হান্নান ফরিদ, মোঃ সামছু মিয়া, মোঃ ইউনূছ মিয়া, নাজমুল হোসেন আনার, শেখ মোতাহিরুল ইসলাম প্রমূখ। সবশেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওঃ ফরিদ আহমেদ।