Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের সিকন্দরপুর গ্রামের আবদাল কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের মোঃ আব্দাল হোসেনকে একটি ফৌজদারি মামলায় কারাগারে প্রেরন করেছেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ তৌহিদুল ইসলাম। গতকাল হবিগঞ্জ ফৌজদারি আদালতে উক্ত মামলার হাজিরা দিয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে আব্দালকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী এড. মোঃ আলাউদ্দিন তালুকদার জানান, ২০১৭ সালের মার্চে মোঃ আব্দাল হোসেন কিছু লোকজন নিয়ে ভূমি দখল করতে গেলে সিকন্দরপুর গ্রামের জনসাধারণ বাধা দেয়। এতে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। এ ঘটনায় মোঃ সায়েব আলী বাদী হয়ে মোঃ আব্দাল হোসেনকে প্রধান আসামি করে ৮৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ বিচারক আব্দালকে কারাগারে প্রেরন করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, মোঃ আব্দাল হোসেনের বিভিন্ন কর্মকান্ডে গ্রামবাসী অতিষ্ট। কেউ এর প্রতিবাদ করার সাহস পায় না। বিজ্ঞ বিচারকতাকে কারাগারে প্রেরন করার সংবাদ এলাকায় পৌছুলে কেউ কেউ উল্লাস প্রকাশ করছেন বলে জানা যায়।