Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ১শ’ ৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য টেলিভিশন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু’র সভাপতিত্বে ও কালিশীড়ি জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শফিউল আলম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুখলিছুর রহমান উজ্জল, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, হবিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী রাসেল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর, উপজেলা শিক্ষা অফিসার হাসন মোহাম্মদ জোনায়েদ প্রমুখ।