Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুক্তরাজ্যে “বাংলাদেশ বিষয়ক” সেমিনারে যুবদল নেতা মোঃ নিয়ামুল হক মাক্সীম

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অ্যালায়েন্সের ব্যানারে লন্ডনের হাউজ অফ কমন্সে “বাংলাদেশ বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিএনপি ও সমমনা কিছু রাজনীতিক উপস্থিত থাকলেও আওয়ামী লীগের কোনও নেতাকর্মী উপস্থিত ছিলেন না। গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে সংগঠনের সভাপতি বারিস্টার আফজাল জামি সৈয়দ আলীর সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা মুজাক্কির আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ফয়জুন নূর। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ব্রিটেনের সরকার দলীয় হুইপ এবং লর্ড চেম্বারলাইন অ্যান্ড্রু স্টিফেনসন এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লর্ড কোরবান হোসাইন, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস চেযার বব ব্লাকমান এমপি, পল স্কালি এমপি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সাউথ এশিয়া ডিরেক্টর আব্বাস ফাইজ, ভয়েস ফর জাস্টিসের ড. হাসনাত হোসাইন, ইমাম আজমল মাসরুর, বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক প্রমুখ। সেমিনারে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ্য যুবদলের সিঃ সহ-সভাপতি বাকি বিল্লাহ জালাল, যুক্তরাজ্য যুবদলের অন্যতম নেতা মোঃ নিয়ামুল হক ম্যাক্সিম, যুবদল নেতা এমদাদ ঠাকুর চৌধুরী, কাজী আকমল, জুয়েল আহমেদ প্রমুখ ।
আব্বাস ফাইজ বলেন, ‘রাজনীতি নিরপেক্ষ থেকেও এ কথা নিঃসংশয়ে বলা যায়, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয়, এবং বেগম জিয়ার বিরুদ্ধে যে রায় তা ন্যায়ভ্রষ্ট।