Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ৮ দফা বাস্তবায়নের দাবিতে পরিবহন শ্রমিক সমাবেশ

SONY DSC

স্টাফ রিপোর্টার ॥ দুঘর্টনা মামলা জামিন যোগ্য করা ও শ্রমিকের অর্থদন্ড ৫ লাখ টাকা জরিমানা বাতিলসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে পরিবহন শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক- ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ ফলিক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি শাহ জামাল, কোষাধ্যক্ষ সামছুল হক মানিক, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সোনাহর আলী লাকী, ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন লোদন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, কার্যকরি কমিটির সদস্য কিম্মত আলী, আহমেদ চৌধুরী ছায়েদ, মোজাম্মেল হোসেন, ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তোরাব আলী, সহ-সভাপতি আব্দাল মিয়া, যুগ্ম সম্পাদক জহির সিকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও সদস্য খয়ের মিয়া, সিএনজি অটো শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জুয়েল, ম্যাক্সি-ইমা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নওশের আলী ও দিগন্ত পরিবহন বাসের মালিক ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবশে বক্তারা ৮ দফা দাবি বাস্তবায়নে জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে সারা বাংলাদেশের ৭০ লাখ শ্রমিকরা একযোগে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী উচ্চারণ করেন। শ্রমিকরা জানান, তাদের ৮ দফা দাবি না মানলে আগামী ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবর সারা বাংলাদেশ কর্মবিরতি পালন করা হবে। এর পূর্বে ৪ অক্টোবর শ্রমিকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রধান করেন ও ১১ অক্টোবর মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকরা। এদিকে আন্দোলন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সব সড়কে বাস চলাচল বন্ধ ছিল।