Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ॥ ৪ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে বড়বাজারের উর্মি ট্রেডাস ও হাজী ট্রের্ডাসকে মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও একই দিনে উপজেলার আদর্শ বাজারে অভিযান চালিয়ে জিলাপীতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার টাকা, এবং মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে জননী স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন বানিয়াচং থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।