Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ৫ম অভিষেক ও ইন্টারন্যাশনাল লায়ন্স ডে অনুষ্ঠানে-ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কাজী এখলাছুর ॥ বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় লায়ন্স ক্লাব কাজ করে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্দ্যেগে পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনাল লায়ন্স-ডে উপলক্ষে গত ২০ অক্টোবর বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালি আরডি হল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক শহর প্রদক্ষিণ করে। সন্ধ্যায় জেলা পরিষদ অডিটরিয়ামের লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের ৫ম অভিষেক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ১ম পর্বে সভাপত্বি করেন ২০১৭-১৮ প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম আলী আজগর। দায়িত্ব গ্রহনের পর ২য় পর্বে অভিষেক অনুষ্ঠানে সভাপত্বি করেন ২০১৮-১৯ প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারী লায়ন এডঃ শিবলী খায়ের। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫বি১ এর গভর্নর লায়ন এডঃ কাজী এখলাছুর রহমান, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন হেলেন আক্তার নাসরিন এমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন দেওয়ান নাসিরুল হক এজেএফ, পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন মোঃ মজিবুল হক চুন্নু, লায়ন হাবিবুর রহমান নান্নু এমজেএফ, লায়ন শফিকুল আযম ভূইয়া সুয়েব, রিজিউন চেয়ারপারসন হেড কোয়াটার ও অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারপারসন লায়ন রফিকুল বারী মুক্তা, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সেক্রেটারী এডঃ সফিকুল ইসলাম, রিজিউন চেয়ারপারসন হেড কোয়াটার ও লেডি পিডিজি লায়ন শাহেনা রহমান, লেডি পিডিজি লায়ন আমিনা ফেরদৌসী, কেবিনেট ট্রেজারার লায়ন মামুনুর রশিদ, রিজিউন চেয়ারপারসন হেড কোয়াটার লায়ন আবুল হাসনাত, লায়ন মোঃ আশরাফ হোসাইন খান হীরা, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মুয়াজ্জেম হুসেন ডলার, রিজিউন চেয়ারপারসন লায়ন আবুল কাশেম বাবু, জোন চেয়ারপারসন লায়ন কাজী জামাল, লায়ন মাসুদুর রহমান মাসুম প্রমূখ।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন লায়ন মীর এ কে এম জামিলুন্নবী ফয়সল, আনুগত্য শপত পাঠ করেন ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়া।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইনস্টোলেশন চেয়ারপারসন লায়ন মোঃ হিরাজ মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট লায়ন এডঃ এসএম বজলুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোহাম্মদ মনসুর রশিদ, ভাইস প্রেসিডেন্ট লায়ন এসএস আব্দুল আউয়াল, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ আব্দুল কাইয়ুম, ট্রেজারার লায়ন মোঃ মামুনুর রশিদ, জয়েন্ট ট্রেজারার লায়ন এডঃ সৈয়দ কামরুল ইসলাম সেলিম, টেইমার লায়ন ডাঃ মোঃ আহমুদুর রহমান আব্দাল, টেইল টুইস্টার লায়ন এডঃ নীলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, ডিরেক্টর লায়ন মোঃ মর্তুজ আলী, মোঃ জালাল উদ্দিন, লায়ন মোঃ ফখরুল আলম বাবুল, লায়ন মোঃ আব্দুল আহাদ, চার্টার মেম্বার লায়ন মোঃ মর্তুজা হাসান, লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন এম এ আহাদ, লায়ন মোঃ লিয়াকত আলী খান, লায়ন আলহাজ্ব মুজাহিদ হুসেন চৌধুরী, লায়ন মোঃ কবির হোসেন, মেম্বার লায়ন এম এ মুমিন চৌধুরী বুলবুল, ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল উদ্দিন খান, চৌধুরী মিজবাহুল বারী লিটন, এম এ কাইয়ুম চৌধুরী, এডঃ অর্জুন চন্দ্র রায়, এডঃ মতিউর রহমান সানু, সাব্বির আহমেদ মিঠু, মোঃ নাজমুল আনাম খান তুহিন, মোঃ আসাদুজ্জামান, রাজেন্দ্র চন্দ্র দাশ, কাজী মহিবুর রহমান সেলিম, একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন, দীলিপ কুমার সরকার, মহিবুর রহমান চৌধুরী, সৈয়দ আমিনুল হাসান, এডঃ বিকাশ চন্দ্র দাশ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫বি১ এর গভর্নর লায়ন এডঃ কাজী এখলাছুর রহমান বলেন, পৃথিবী ব্যাপি আর্তমানবতার সেবায় লায়ন্স ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত সর্ববৃহৎ সেবা সংগঠন হিসেবে হবিগঞ্জেও লায়ন্স ক্লাব বিভিন্ন কর্মসূচী পালন করছে। নারীদেরকে ক্লাবের অর্ন্তভুক্তির মাধ্যমে সেবা কার্যক্রম তৃণমূলে পৌছে দিতে হবে।