Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এমপি আবু জাহির ॥ হত্যাকারীরা ক্ষমতায় আসলে জনগণ শান্তিতে থাকবে না

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশকে পিছিয়ে দিতে ষড়ন্ত্রকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। তারা হত্যা করেছে সাবেক সফল অর্থমন্ত্রী হবিগঞ্জ তথা সিলেট বিভাগের কৃতি সন্তান শাহ্ এএসএম কিবরিয়া এবং আহসান উল্লাহ মাস্টারসহ অনেক গুণীজনকে। হত্যাকারীরা যদি ক্ষমতায় আসে তাহলে জনগণ শান্তিতে থাকবে না।
গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের ন্যায় হবিগঞ্জ পৌর এলাকা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে পৃথক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বিএনপি-জামায়াতের আমলে সকল ধর্মের লোকজনই যার যার ধর্মীয় উৎসব পালন করতেন আতঙ্কের মধ্য দিয়ে। কারণ তারা দেশে মৌলবাদ সৃষ্টি, জঙ্গিবাদের উত্থান ঘটানোসহ সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। তিনি বলেন, বিএনপি জামায়াতের আমলে একটি মোবাইল ক্রয় করতে হতো লক্ষাধিক টাকা দিয়ে। কিন্তু বর্তমান সরকার মোবাইলের দাম কমিয়ে এনেছে সর্বনিম্ন এক হাজার টাকায়। হবিগঞ্জে ঘরে ঘরে বিদ্যু, শেখ হাসিনা মেডিকেল কলেজ, আধুনিক স্টেডিয়াম, স্কুল-কলেজ প্রতিষ্ঠা, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স মাস্টার্স চালু, বিকেজিসি এবং গভট স্কুলে ডাবল শিফট চালু করে দিয়েছি। ভবিষ্যতেও এই সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
পূজামন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য শংখ শুভ্র রায়, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, সাবেক কমিশনার মিজানুর রহমান মিজান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ পুন্যব্রত চৌধুরী বিভু, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পার্থ প্রতীম সেন, সাধারণ সম্পাদক এডঃ তুষার কান্তি মোদক, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, উমেদনগর বারো’র সর্দার সোনা মিয়া, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, পৌর কাউন্সিলর মোঃ আলমগীর মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উমেদনগরে পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে সামছু মিয়া, মিজানুর রহমান, আনু মিয়া চেয়ারম্যান, শাওন হাসান, আবু সুফিয়ান, আবুল কাশেম, কাউছার মিয়া, আব্দুল খালেক, তাজুল ইসলাম অমিয় রায়, শামীম খান, ফয়সল আহমেদ, তেঘরিয়া ইউনিয়নের মীর হোসেন, সফর আলী উত্তম রায়, সেবলু মিয়া প্রমুখ।