Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ইয়াবাসহ গ্রেফতারকৃত চা দোকানির মুক্তির দাবি এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ইয়াবাসহ উজ্জল মিয়া নামে এক চা দোকানিকে গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে ৫ শতাধিক জনতা। গতকাল বিকেলে খাড়াউরা এড়ালিয়া ইসলামিয়া সুন্নি মাদ্রাসা মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উজ্জলের বড় ভাই জাকির হোসেন ও বাবা কামরুল মিয়া ঘটনার বর্ণনা দিতে দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
হাজি লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ভারাপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারিক মিয়া, ইউপি সদস্য আজিজুর রহমান, সালেক মিয়া, শফিকুর ইসলাম, বিশিষ্ট মুরব্বি মদরিছ মিয়া, আব্দুল আলী, ছমদ আলী, হাফিজুর মিয়া, কামরুজ্জামান, শিকান্দার আলী, আব্দুল শহীদসহ গ্রামবাসী। এছাড়াও খাগাউড়া বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, উজ্জল মিয়া একজন নিরিহ চা-দোকানি। সে কোন দিন মাদকের সাথে জড়িত থাকতে পারে না। অথচ র‌্যাব তাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। যা অবিশ^াসযোগ্য। এ সময় গ্রামবাসী সুষ্টু তদন্তের মাধ্যমে দ্রুত এই ছেলেটাকে মুক্তি দেওয়া জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ৩৯০পিস ইয়াবাসহ উজ্জল মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। সে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের কামরুল মিয়ার পুত্র।