Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মহাসমারোহে পূজা উদযাপন উপজেলা প্রশাসনের পূজামন্ডপ পরিদর্শন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মহাসমারোহে চলছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল মঙ্গলবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সপ্তমী পূজা। নির্বিঘেœ পূজা উদযাপনে কঠোর নজরদারি করছে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান, নবীগঞ্জ নবাগত অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানাসহ নেতৃবৃন্দ নবীগঞ্জ পৌরএলাকার কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া পূজামন্ডপ, আক্রমপুর লোকনাথ মন্দির পূজামন্ডপ, শিবপাশা সন্ন্যাস পূজামন্ডপ, গয়াহরি প্রগতিসংঘ পূজামন্ডপ, গীতাসংঘ পূজামন্ডপ, তিমিরপুর দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন । এ সময় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, সাধারন সম্পাদক বিধান ধর, অশোক তরু দাস, আখড়া পূজা কমিটির সভাপতি প্রমথ চক্রবর্ত্তী বেনু, সাধারন সম্পাদক দিপক পাল, অর্থ সম্পাদক অনজিত দাশ লিটন, সাংগঠনিক সম্পদক লিটন দেবনাথ, প্রচার সম্পাদক অমলেন্দু সুত্রধর, প্রজেশ রায় নিতন, উত্তম কুমার রায়, বিষ্ণুপদ রায়, নৃপেন্দ পাল, প্রদীপ রায় হারু, লোকনাথ সংঘমিত্র পূজা সংঘের সভাপতি সাধন চন্দ্র দাশ, সাধারন সম্পাদক বিভু আচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।
নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে ৮২টি ও পৌরসভায় ৮টি মিলে ৯০টি পূজার মন্ডপে উৎসব চলছে।