Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্রেস্ট ফিডিং আইনের উপর সাংবাদিকদের ওরিয়েন্টেশন সঠিকভাবে ব্রেস্ট ফিডিং করালে ৩১ শতাংশ শিশু মৃত্যু হ্রাস পাবে

স্টাফ রিপোর্টার ॥ জন্মের ১ঘন্টা পর শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়ালে তা শিশুর প্রতিষেধক টিকা হিসাবে কাজ করে। ৬ মাস পর্যন্ত বুকের দুধ পান করলে শিশু বুদ্ধিমান হবে। সঠিকভাবে ব্রেস্ট ফিডিং করানো হলে সারাদেশের শিশু মৃত্যুর হার ৩১ শতাংশ হ্রাস পাবে। বুকের দুধ পান করালে শিশু ১৬টি ও মা ৫টি অসুখের হাত থেকে রক্ষা পাবে।
গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সভা কক্ষে ব্রেস্ট ফিডিং আইনের উপর সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য উপস্থাপন করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. নাছির উদ্দিন ভুইয়া। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারওয়ার আলম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মাইদুল ইসলাম ও ছালেহ আহমেদ। কর্মশালায় আরও জানানো হয়, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর ব্রেস্ট ফিডিং আইন পাশ হয়। এই আইনে বলা হয়েছে, কোন শিশু খাদ্য দোকানে ডিসপ্লে করা যাবে না, শিশু খাদ্য বিক্রি করতে হলে লাইসেন্স করতে হবে, খাদ্যের মোড়কের গায়ে শিশুর ছবি দেয়া যাবে না, খাদ্য বিক্রির জন্য রেজিস্ট্রেশন থাকতে হবে।