Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় বক্তারা সরকার ইচ্ছা করলে দুর্নীতি দমন করতে পারে

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ইচ্ছা করলে দুর্নীতি দমন করতে পারে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানদের সাথে এক মত বিনিময় সভায় সাবেক সংসদ সদস্য, হবিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট চৌধুরী আব্দুল হাই এ কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ, সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভ্টাচার্য্য, সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভুঞা। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুর জাহের এর উপস্থাপনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম, জনতা ব্যাংকের এজিএম মোস্তফা কামাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারী পরিচালক আকরাম হোসেন। সভায় বক্তারা বলেন, পরিবার থেকে নীতি-নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেয়া গেলে দুর্নীতি রোধ করা সম্ভব। তারা বলেন, এ দেশের বর্তমান যে প্রেক্ষাপট এবং রাষ্ট্রযন্ত্রের সিষ্টেমের মধ্যেই দুর্নীতি রয়েছে তা রোধ করতে হলে প্রথমে নিজেরা ভালো হতে হবে। তাহলে অপরজনও ভালো হবে। এদিকে এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নার্সিং ইন্সটিটিউট ও পিপিআই ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সমন্বয়ে দুর্নীতি বিরোধী র‌্যালী সারা শহর প্রদক্ষিণ করে।