Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ইসলাহুল উম্মাহ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী অরাজনৈতিক, সমাজসেবা ও আত্মশুদ্ধিমূলক ধর্মীয় সংগঠন ‘ইসলাহুল উম্মাহ্ পরিষদ’ এর উদ্দ্যোগে গতকাল বিকাল ৩টায় স্থানীয় দারুল কোরআন মাদ্রাসায় এক ইসলাহী মাহ্ফিল ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি মাওঃ বশীর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওঃ রওশন ইজদানী ও যুগ্ম সম্পাদক মাওঃ সাদিক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজীদ খান, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, খ্যাতিমান লেখক ও গবেষক-কবি মূসা আল-হাফিজ, মাওঃ কাজী আতাউর রহমান, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ মুজীবুর রহমান যশকেশরী ও ডাঃ মনির লষ্কর প্রমূখ। এতে উপস্থিত ছিলেন মাওঃ আলী হায়দার, আলহাজ্ব মাওঃ আব্দুল আলীম, প্রিন্সিপাল মাওঃ আব্দাল হোসেন খান, আলহাজ্ব ফরিদ উল্লাহ, মাওঃ শায়খ মুখলিছুর রহমান, দারুল কোরআন মাদ্রাসার প্রধান পরিচালক-মুফতী জুনাইদ আহমদ, শিক্ষা সচিব মাওঃ গোলাম কাদির, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুবিন উদ্দীন, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুশ শহীদ সর্দার, আলহাজ্ব ডা. হাররুনুর রশীদ, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ আব্দুল জলিল ইউসুফী, মাওঃ শফিকুর রহমান, মাওঃ সূফি আহমদ, মাওঃ আশরাফ আলী, মাওঃ মশিউর রহমান, মাওঃ শায়খ সাজ্জাদুর রহমান, মাওঃ জাফর আহমদ সিরাজী, মাওঃ মুবাশ্বির আহমদ। উক্ত অনুষ্ঠানে বানিয়াচং সদরসহ বিভিন্ন কওমী মাদ্রাসার ৩৬ জন মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। এমপি আব্দুল মজিদ খান যুগোপযোগী পদক্ষেপ ও কার্যক্রমের জন্য বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদের ভূয়সী প্রশংসা করেন। আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী তাঁর বক্তব্যে বলেন, পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় আজ মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হলো। যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।