Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন শেখ বশির চেয়ারম্যান, ইকবাল বাহার ও তানিয়া খানম ভাইস চেয়ারম্যান

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা নির্বাচন গতকল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। তবে কেন্দ্রে ভোর উপস্থিতি ছিল কম। রাতে বানিয়াচং উপজেলা পরিষদ এর হল রুমে স্থাপিত নিয়ন্ত্রন কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রউফ এবং সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন ফলাফল ঘোষণা করেন। ভোট গ্রহণ শেষ হবার পরই প্রার্থীদের প্রাপ্ত ভোট জানতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভীড় জমান উৎসুক জনতা। সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বর ও সামনের রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায়। এ অবস্থায় যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইন শৃংখলা বাহিনীকে তৎপর থাকতে দেখা যায়। উপজেলা কন্ট্রল রুম থেকে মাইকে কেন্দ্র ওয়ারী ফলাফল ঘোষণা করা হয়। নিজের পছন্দের প্রার্থীর প্রাপ্ত ভোট ঘোষণার সাথে সাথে মানুষ উল্লাসে ফেটে পড়েন। নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ বশির আহমেদ (ঘোড়া) ৩৪ হাজার ২৪৬ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী (মোটর সাইকেল) পেয়েছেন ২৪ হাজার ৩৪০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী ইকবাল বাহার খান (চশমা) ২৫ হাজার ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেতা আহাদ মিয়া (ঘুড়ি) পেয়েছেন ১৮ হাজার ৯৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী তানিয়া খানম (পদ্মফুল) ৩৭ হাজার ২৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেত্রী ফেরদৌস আক্তার (হাঁস) পেয়েছেন ২৭ হাজার ৪৩ ভোট।