Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাহুবলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

SONY DSC

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাহুবলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
উপজেলার ৪৯টি পূজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কমকর্তা নির্বাচিত হওয়ায় মোঃ জসিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, বাহুবল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী, লামাতাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন।
এছাড়াও বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক ও মিরপুর বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিরঞ্জন সাহা নিরু, সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য, বাহুবল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক নিখিল সাহা, বিকাশ দাশ, সত্যব্রত পাল, শুভেন্দু চন্দ, সঞ্জয় দেব, নীহার দেব প্রমুখ। সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সম্প্রদায়িক সম্প্রীতে বিশ^াসী। এই সরকারের আমলে সকল ধর্মের মানুষ নির্বিঘেœ যার যার ধর্মীয় উৎসব পালন করতে পারেন। কোনও কুচক্রী মহল যাতে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার অনুরোধ জানান। তিনি তার ব্যক্তিগতভাবে প্রত্যেক পূজা মন্ডপকে ২ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।